আজ রেডিও নাফে সরাসরি টেকনাফের ধর্মীয় প্রতিনিধি ও জনপ্রতিনিধিদের নিয়ে সামাজিক সংহতি বিষয়ে আলোচনা অনুষ্ঠান।
আজ বিকাল ৪টা ৫ মিনিটে কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম এর ষ্টুডিও থেকে ইউএনডিপি সামাজিক সংহতি প্রকল্প, কক্সবাজার এবং ড্যানিডার সহায়তায় ও একলাবের বাস্তবায়নে টেকনাফের ধর্মীয় প্রতিনিধি ও জনপ্রতিনিধিদের নিয়ে প্রচারিত হলো রেডিও আলোচনা অনুষ্ঠান । এতে অংশ গ্রহণ করেন টেকনাফ সরকারী ডিগ্রী কলেজের অধ্যাপক সন্তোষ কুমার শীল, টেকনাফ ষ্টেশন জামে মসজিদের ইমাম মৌলানা এমদাদ উল্লাহ, কক্সবাজার আদিবাসী ফোরামের আঞ্চলিক সভাপতি থোয়াইং,টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র -৩ কহিনুর আক্তার , সাংবাদিক সাইফুদ্দিন মোহাম্মদ মামুন । উপস্থাপনায় ছিলেন জয়া পাল হ্যাপী । সার্বিক সহযোগীতায় মোঃ সিদ্দিক হোসেন, ষ্টেশন ম্যাজেনার।
Published on: Wednesday, 8 July 2020, 07:29 pm ▪ Last update: Wednesday, 8 July 2020, 07:32 pm ▪ Total View of this Page: 665