রেডিওনাফ ৯৯.২ এফএম এর ধারাবাহিক ফোনোলাইভ অনুষ্ঠান ‘শিশুর হাসি’
আজ সকাল ১১টায় ইউনিসেফের সহায়তায় কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম এর ষ্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হলো সাপ্তাহিক ফোনোলাইভ অনুষ্ঠান “শিশুর হাসি”। আজকের বিষয় “ করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহ হলে , নমুনা পরীক্ষা করানো” ষ্টুডিওতে উপস্থিত থেকে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল । উপস্থাপনায় ছিলেন হারুন রশিদ ও জয়া পাল হ্যাপী। অনুষ্টানটির কারিগরি সহযোগীতায় বাংলাদেশ বেতার ও সার্বিক সহযোগীতায় ছিলেন মোঃ সিদ্দিক হোসেন ( ষ্টেশন ম্যানেজার)।
Published on: Tuesday, 7 July 2020, 06:45 pm ▪ Total View of this Page: 911