রেডিও নাফ ৯৯.২ এফএম এ সরাসরি ফোনোলাইভ অনুষ্ঠান‘করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব ও মাক্স এর ব্যবহার’’
আজ বিকাল ৪টা ১০ মিনিটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটি আইসিআরসির সহযোগীতায় রেডিও নাফে সরাসরি সম্প্রচার হলো শ্রোতাদের জন্য ফোনোলাইভ অনুষ্টান “ হ্যালো রেডক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে” । আজকের আলোচনার বিষয় ” করোনা মোকাবেলায় সামাজিক দুরত্ব ও মাস্কের ব্যবহার” অথিতি হিসাবে উপস্থিত থেকে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন , টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ নাঈমা সিফাত । উপস্থাপনায় ছিলেন হারুন রশিদ এবং মাহফুজা আক্তার মুন্নি , গ্রন্থনা ও পরিকল্পনায় ছিলেন খ: এনায়েত উল্লাহ একরাম পলাশ , সহকারী পরিচালক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি , নির্দেশনায় মোঃ বেলাল হোসেন , পরিচালক, বিডিআরসিএস , সার্বিক সহায়তায় কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিট , কক্সবাজার, তত্বাবধানে কমিউনিকেশন টিম, আইসিআরসি, বাংলাদেশ, শ্রোতাক্লাব ব্যবস্থাপনা ও মাঠ আয়োজানে ছিলেন আব্দুল আজিজ এবং সার্বিক সহযোগীতায় ছিলেন মোঃ সিদ্দিক হোসেন। অনুষ্ঠানটি পুনঃ প্রচার হবে আগামীকাল ২৪ শে জুন বিকাল ৪টা ১০ মিনিটে ।
Published on: Sunday, 5 July 2020, 07:55 pm ▪ Total View of this Page: 714